অনলাইন ডেস্ক:
ভারতের অন্ধ্রপ্রদেশ ও ওড়িশায় আঘাত হানতে যাচ্ছে ঘূর্ণিঝড় জাওয়াদ। এ সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ১শ ১০ কিলোমিটার হতে পারে। ঘূর্ণিঝড়ের কারণে রাজ্যগুলোতে রেড অ্যালার্ট জার করেছে আবহাওয়া বিভাগ।
প্রবল বাতাসের পাশাপাশি অব্যাহত থাকবে ভারি বৃষ্টিপাত। উপকূলবর্তী এলাকাগুলোর পাশাপাশি রাজ্যগুলোর নিম্নাঞ্চলে বন্যা সতর্কতা জারি করা হয়েছে। ক্ষয়ক্ষতি এড়াতে ৫৪ হাজারের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে। বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান।
উদ্ধার কাজে এনডিআরএফ, দুর্যোগ ব্যবস্থাপনা কর্মী, কোস্ট গার্ড ও নৌবাহিনীর সদস্যদের নিয়োজিত করা হয়েছে। এছাড়াও প্রস্তুত রয়েছে দেশটির বিমান বাহিনী।
এদিকে, ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও মেঘালয়েও। ঝড়ের পাশাপাশি রাজ্যগুলোতেও ভারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত মাছ ধরার নৌকাগুলোকে সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।
সেরা টিভি/আকিব