শুক্রবার সকালে ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে নির্মাণাধীন পদ্মাসেতু পরিদর্শন করেন তিনি। সকালে সড়ক পথে পদ্মাসেতুতে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় প্রধানমন্ত্রীর গাড়িবহর পদ্মাসেতুতে ওঠার পর সেতুর ৭ নম্বর পিলার থেকে ১৮ নম্বর পিলার পর্যন্ত দেড় কিলোমিটারের বেশি পথ পায়ে হেঁটে পরিদর্শন করেন বঙ্গবন্ধুর দুই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা।
প্রধানমন্ত্রীর গাড়িবহর সকাল ৭টা ৫০মিনিটে মাওয়া প্রান্ত দিয়ে সেতুতে ওঠে। এরপর সাড়ে ৮টার দিকে সেতুর জাজিরা প্রান্ত দিয়ে নামে গাড়িবহর। জাজিরা প্রান্তে সকালের নাস্তা করেন বঙ্গবন্ধুর দুই কন্যা। পরে আবার সেতু পার হয়ে সড়ক পথেই ঢাকায় ফেরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর আগে, বিদায়ী বছরের ২৪ জানুয়ারি হেলিকপ্টারে করে গোপালগঞ্জের টুঙ্গীপাড়া থেকে ঢাকায় ফেরার পথে পদ্মাসেতু পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এ সময় হেলিকপ্টারে বসেই নিজের মোবাইল ক্যামেরায় ভিড়িও ধারণ ও ছবিও তোলেন শেখ হাসিনা।
সেরা টিভি/আকিব