ডেস্ক রিপোর্ট:
ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসনকে জাতিসংঘ যখন তীব্র নিন্দা জানিয়ে ভোট গ্রহণ করা শুরু করল তখন বাংলাদেশ কেন ভোটদানে বিরত ছিল, এবং পরবর্তীতে ইউক্রেইনে মানবিক সংকট নিরসনের দাবিতে কেন ভোট দিল, সেই ব্যাখ্যা সংসদে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি সংসদে বলেন, এই যুদ্ধের পেছনে ‘উসকানি’ ছিল, সে কারণে যখন রাশিয়ার বিরুদ্ধে জাতিসংঘে প্রস্তাব তোলা হয়, তখন বাংলাদেশ তাতে ভোট দেয় নি। কিন্তু পরবর্তীতে যে দ্বিতীয় প্রস্তাবটি তোলা হয় তা ইউক্রেনের মানবাধিকার রক্ষার বিষয়ে হওয়ায় বাংলাদেশ এর পক্ষে ভোট দিয়েছে।
সেরা টিভি/মামুন