রাজধানীর কলাবাগানের তেঁতুলতলা মাঠ রক্ষায় পুলিশের বিরুদ্ধে অবস্থান নিয়ে সৈয়দা রত্না প্রতিবাদ গড়ে তুললে তাঁকে আটক করে পুলিশ। গতকাল রবিবার সকালে তেঁতুলতলা মাঠে কলাবাগান থানা ভবনের নির্মাণকাজ শুরু হলে সৈয়দা রত্না ফেসবুক লাইভে এসে তার প্রতিবাদ করায় তাঁকে এবং তাঁর ১৭ বছরের ছেলেকে আটক করে কলাবাগান থানায় নিয়ে যাওয়া হয়।
এহেন নেক্কারজনক কাজের জন্য পুলিশের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নানা মহলে সমালোচনার ঝড় উঠে। স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই মাঠে আশপাশের শিশু-কিশোর, তরুণরা খেলাধুলা করে। সেই মাঠে থানা ভবন নির্মাণ করার প্রতিবাদ করায় সৈয়দা রত্না ও তাঁর ছেলেকে আটক করেছিল পুলিশ।
সৈয়দা রত্না ছিলেন একজন সমাজকর্মী। তিনি উদীচী শিল্পীগোষ্ঠীর একজন সদস্য। তিনি সবসময় সমাজকল্যাণে নানামুখী কাজ করতেন তাঁর সংগঠনের মাধ্যমে।
কলাবাগান থানার সামনে সাধারণ জনগণ, মানবাধিকার সংগঠন, উদীচী শিল্পীগোষ্ঠী ও নানা পেশার লোকজন যখন ভিড় করে মানববন্ধন শুরু করে তখন পুলিশ চাপের মুখে তাদেরকে ছেড়ে দেন। তবে ছেড়ে দেবার পূর্বে দীর্ঘ প্রায় ১৪ ঘণ্টা তাদের আটক করে রাখে পুলিশ। মানববন্ধনে এলাকাবাসী জানিয়েছিল, শিশুদের খেলাধুলার পাশাপাশি এই মাঠে ঈদের নামাজ, জানাজা ও বিভিন্ন সামাজিক আয়োজন করা হয়। স্থানীয় লোকজন জায়গাটি মাঠ হিসেবেই ব্যবহার করে আসছে।