ডেস্ক রিপোর্ট:
রাজধানীর নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের সময় হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে ঢাকা কলেজের ৫ শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ডিবির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার এসব তথ্য জানান।
তিনি বলেন, নিউ মার্কেটে সংঘর্ষের সময় হত্যাকাণ্ডের মামলা নিয়ে আমরা তদন্ত করার প্রেক্ষিতে হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট পাঁচজন শিক্ষার্থীদের আমরা গ্রেপ্তার করেছি।
গ্রেপ্তারকৃতরা হলেন- ঢাকা কলেজের হিসাব বিজ্ঞানের ছাত্র আব্দুল কাইয়ূম ও পলাশ, সমাজ বিজ্ঞানের ছাত্র ইরফান, বাংলা বিভাগের ছাত্র ফয়সাল ও ইতিহাস বিভাগের জুনায়েদ ইসলাম।
সেরা টিভি/আকিব