ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ঘটল মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। এ দুর্ঘটনায় ১ জন নিহত ও প্রায় ৩০ আহত হয়েছে। সিলেটগামী হানিফ পরিবহনের যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহতদের চিকিৎসার জন্য ঢাকা ও সিলেটে পাঠানো হয়েছে। শায়েস্তাগঞ্জ থানার ওসি মুর্শেদ (তদন্ত) জানান, ঢাকার কামরাঙ্গীরচর এলাকা থেকে হানিফ পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে সিলেটে যাচ্ছিল। বাসটি সকালের দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের সামনে পৌঁছামাত্র নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এতে মায়া বেগম নামে এক নারী ঘটনাস্থলেই মারা যান। আহত হন অন্তত ৩০ জন। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মী, শায়েস্তাগঞ্জ থানা ও হাইওয়ে পুলিশ নিহত ও আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। পরে গুরুতর আহতদের ঢাকা ও সিলেট মেডিকেলে পাঠানো হয়।
সেরা টিভি/আকিব