আজ রাতে বিএনপির স্থায়ী কমিটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি বৈঠক ডেকেছে বিএনপি। চলমান পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী করণীয় ঠিক করতে এ বৈঠক ডেকেছে দলটি। রাত ৮ টায় ভার্চুয়ালি শুরু হওয়া এই বৈঠকে সভাপতিত্ব করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবং এতে অংশগ্রহণ করবেন দলের স্থায়ী কমিটির সদস্যরা। বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। ঈদের পর এই প্রথম বিএনপির শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। দলীয়সূত্র জানিয়েছে, স্থায়ী কমিটির বৈঠকে চলমান রাজনৈতিক বাস্তবতায় বিরোধী দলগুলোর সঙ্গে মতবিনিময় করার যে সিদ্ধান্ত ছিল, তা আনুষ্ঠানিকভাবে শুরু করার বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হতে পারে। এছাড়াও সয়াবিন তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ কর্মসূচি নিয়েও বৈঠকে আলোচনা হতে পারে বলে জানিয়েছে সূত্রটি।