জাতীয় ক্রীড়া পুরস্কার পেলেন ৮৫ ক্রীড়াবিদ - Shera TV
  1. [email protected] : sheraint :
  2. [email protected] : theophil :
জাতীয় ক্রীড়া পুরস্কার পেলেন ৮৫ ক্রীড়াবিদ - Shera TV
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৪:৪২ পূর্বাহ্ন

জাতীয় ক্রীড়া পুরস্কার পেলেন ৮৫ ক্রীড়াবিদ

সেরা টিভি
  • প্রকাশের সময় : বুধবার, ১১ মে, ২০২২

দেশের ক্রীড়াঙ্গনকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার মাধ্যমে ক্রীড়া ক্ষেত্রে গৌরবময় অবদানের স্বীকৃতিস্বরূপ ৮৫ ক্রীড়া ব্যক্তিত্বকে ‘জাতীয় ক্রীড়া পুরস্কার’ প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বুধবার ওসমানী স্মৃতি মিলনায়তনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি। উক্ত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। অনুষ্ঠান শেষে পুরস্কার প্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেন তিনি। মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব ও উপস্থিত ছিলেন এবং স্বাগত বক্তব্য দেন মন্ত্রণালয়ের সচিব মেসবাহ উদ্দিন। খেলাধুলার উন্নয়নে ও বিকাশ সাধনের ওপর ভিত্তি করে অনুষ্ঠানে একটি ভিডিও প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হয়। এর পূর্বে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ২০১৩ থেকে ২০২০ সাল পর্যন্ত দেশের ক্রীড়াঙ্গনে অভুতপূর্ব অবদানের স্বীকৃতিস্বরূপ ৮৫ ক্রীড়া ব্যক্তিত্ব ও সংগঠককে এই মর্যাদাপূর্ণ জাতীয় ক্রীড়া পুরস্কারের জন্য মনোনীত করে। পুরস্কার হিসেবে প্রত্যেকে পাবেন একটি আঠারো ক্যারেট মানের ২৫ গ্রাম ওজনের স্বর্ণপদক, এক লাখ টাকার চেক এবং একটি সনদপত্র।

সেরা টিভি/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360