আমদানি বন্ধের প্রভাবে এবার বাজারে ঊর্ধ্বগতি পেঁয়াজের দাম। ভারত থেকে হিলি স্থলবন্দর হয়ে পেঁয়াজের আমদানি বন্ধের কারণে দামের এ ঊর্ধ্বগতি দেখা দিয়েছে দেশের বাজারে। এতে ভোক্তাসাধারণ পড়েছে বিপাকে।
সরকারি বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের বরাত দিয়ে জানা গেছে, দেশের সাধারণ কৃষকদের স্বার্থ বিবেচনা করে সরকার পেঁয়াজ আমদানি বন্ধ রেখেছে। নিঃসন্দেহে এটি একটি ভালো উদ্যোগ। এতে দেশের সাধারণ কৃষকেরা লাভবান হতে পারত। তবে এ উদ্যোগ আরো আগে নেওয়া উচিত ছিল। কারণ এরই মধ্যে দেশের বেশির ভাগ পেঁয়াজ চাষিরা তাদের ফসল বিক্রি করে দিয়েছেন। এখন এই সুবিধা ভোগ করবেন ব্যবসায়ীরা। তবে বড় পরিসরে পেঁয়াজ উৎপাদনকারীদের মজুদে এখনো পেঁয়াজ রয়েছে। তারা এতে লাভবান হবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। রাজধানীতে গত কয়দিনের ব্যবধানে পেয়াজ এর দাম বেড়েছে ৫ থেকে ১০ টাকা।
সেরা টিভি/আকিব