ডেস্ক রিপোর্ট:
এবছর হজ পালনের ক্ষেত্রে দুটি প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম মন্ত্রণালয়। আজ বুধবার (১১মে) সচিবালয়ে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।
উক্ত সংবাদ সম্মেলনে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, হজে যাওয়ার জন্য সরকারিভাবে দু’টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। প্যাকেজ-১ এর অধীনে ধার্য করা হয়েছে জনপ্রতি ৫ লাখ ২৭ হাজার ৩৪০ টাকা। এবং প্যাকেজ-২ এর অধীনে ধার্য করা হয়েছে জনপ্রতি ৪ লাখ ৬২ হাজার ১৫০ টাকা।
তিনি আরও বলেন ‘এবার ৬৫’র বেশি বয়সীরা হজে যেতে পারবেন না। এ রকম আবেদন পড়েছে ১০ হাজার। তারা হজে যেতে পারবেন না।’
অন্যদিকে, বেসরকারি ব্যবস্থাপনায় জনপ্রতি ৪ লাখ ৫৬ হাজার ৫৩০ টাকা প্রস্তাব করা হয়।
সেরা টিভি/মামুন