গর্ভাবস্থায় মাদক মামলার হাজিরা দিতে আদালতে পরিমনি - Shera TV
  1. [email protected] : sheraint :
  2. [email protected] : theophil :
গর্ভাবস্থায় মাদক মামলার হাজিরা দিতে আদালতে পরিমনি - Shera TV
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৪:৩৯ পূর্বাহ্ন

গর্ভাবস্থায় মাদক মামলার হাজিরা দিতে আদালতে পরিমনি

সেরা টিভি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২

ডেস্ক রিপোর্ট:
রাজধানীর বনানী থানায় দায়েরকৃত মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের মামলায় হাজিরা দিয়েছেন আলোচিত- সমালোচিত ঢালিউড অভিনেত্রী পরীমনি।
ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক নজরুল ইসলামের আদালতে আজ বৃহস্পতিবার সকাল ১০ টা বেজে ১৪ মিনিটে গর্ভাবস্থায় হাজিরা দেন তিনি। এসময় পরিমনির সঙ্গে ছিলেন তার স্বামী শরিফুল রাজ।
নায়িকা পরীমনির মাদক মামলার সাক্ষ্যগ্রহণের দিন এর আগে গত ২৯ মার্চ ধার্য করা হয়েছিল। তবে তিনি অসুস্থ থাকায় সেদিন আদালতে উপস্থিত হতে পারেননি। আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী তার পক্ষে পরবর্তী সময়ের আবেদন করেন।
তবে অপর দুই আসামি এসময় আদালতে উপস্থিত ছিলেন। এছাড়া আসামিপক্ষের আইনজীবী আপিল ডিভিশনের আবেদনের কপি আদালতে দাখিল করেন। এরপর ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক নজরুল ইসলাম সাক্ষ্যগ্রহণের জন্য ১২ মে দিন ধার্য করেন।
উল্লেখ্য, ২০২১ সালের ৪ অগাস্ট পরিমনির বনানীর বাসায় অভিযান চালায় র‍্যাব। এসময় তার বাসা থেকে বিপুল পরিমানে বিদেশি মদ, ভয়ানক মাদক এলএসডি ও আইস উদ্ধার করা হয়। তার ড্রয়িংরুমের কাভার্ড, শোকেস, ডাইনিংরুম, বেডরুমের সাইড টেবিল ও টয়লেট থেকে বিপুল পরিমাণ মদের বোতল উদ্ধার করা হয়। অভিযানের পরদিন গত ৫ আগস্ট র‍্যাব বাদী হয়ে রাজধানীর বনানী থানায় পরীমনি ও তার সহযোগী বিপুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
মামলার অভিযোগপত্রে র‍্যাবের তরফ থেকে বলা হয়, চিত্রনায়িকা পরীমনির বাসা থেকে জব্দ করা বিপুল পরিমাণ মাদকদ্রব্যের কোনো বৈধ কাগজপত্র ছিল না। সিআইডিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে লিখিতভাবে জানানো হয়, ২০১৯-২০ অর্থবছরে পরীমনির নামে মদজাতীয় পানীয় সেবনের লাইসেন্স দেওয়া হয়েছিল। গত বছরের ৩০ জুন ওই লাইসেন্সের মেয়াদ শেষ হয়। পরীমনি বিভিন্ন স্থান থেকে এ মামলার দুই আসামি আশরাফুল ইসলাম ও কবির হোসেনের মাধ্যমে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে বাসায় রেখেছিলেন। মাদকদ্রব্য রাখার বিষয়ে তিনি কোনো সন্তোষজনক জবাব দিতে পারেননি। পরীমনি তার গাড়িটি মাদকদ্রব্য বহনের কাজে ব্যবহার করতেন।

সেরা টিভি/মামুন

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360