আজ শনিবার (১৪ মে) বেলা ১১টার দিকে রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
ঘটনার কারণ সম্পর্কে এখনও জানা যায়নি। তবে, ধারণা করা হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে পূর্ব বিরোধের কোন জেরে এই ঘটনা ঘটতে পারে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষকরাও ঘটনাস্থলে উপস্থিত হন। বর্তমানে পরিস্থিতি থমথমে রয়েছে। এখনও পর্যন্ত এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিতোষ চন্দ্র জানান, অজ্ঞাত কারণে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। তবে এখনও এতে কেউ আহত হয়নি। শিক্ষকদের সহায়তায় শিক্ষার্থীদের সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। শিক্ষকদের সঙ্গে আলাপ করে ঘটনার কারণ জানার চেষ্টা করছি।