আজ শনিবার (১৪ মে) সকাল সাড়ে ১১ টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের মিলনায়তনে ঘটেছে অগ্নিকাণ্ডের ঘটনা। এ অগ্নিকাণ্ডে কোন হতাহতের ঘটনা না ঘটলেও কিছু বই ও অল্প কিছু ক্ষয়ক্ষতি হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। বিশ্ববিদ্যালয়টির সহকারী প্রক্টর ড. শহিদুল ইসলাম এ ঘটনায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান। তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডের সঙ্গে সঙ্গেই আমরা বিশ্ববিদ্যালয়ের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে দিই এবং ফায়ার সার্ভিসের হাটহাজারী ইউনিটকে খবর দিই। এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে অনেক ক্ষয়-ক্ষতি হতে পারত। পরবর্তী সময়ে এসব বিষয়ে আমরা আরো বেশি সচেতন থাকব।