কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড ধুনট - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড ধুনট - Shera TV
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:৫০ পূর্বাহ্ন

কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড ধুনট

সেরা টিভি
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ মে, ২০২২

ডেস্ক রিপোর্ট:
বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়েছে পাঁচ শতাধিক পরিবারের ঘরবাড়ি ও গাছপালা। ঝড় ও শিলাবৃষ্টিতে এসময় মৌসুমি ফল আম, লিচু, কলা, ভুট্টাখেত ও ধানসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত কোন হতাহতের ঘটনা ঘটেনি।
শুক্রবার (১৩ মে) মধ্যরাতের দিকে কালবৈশাখী ঝড়ের তান্তব চলে বেশ কিছু সময়। এসময় ঝড়ের তাণ্ডবে মথুরাপুর, পিরহাটি, শ্যামগাতি, খাদুলী ও ভাদাইলহাটাসহ কমপক্ষে ১০ গ্রামের মানুষের ক্ষয়ক্ষতি হয়। প্রবল বেগে বয়ে চলা বাতাসে উড়ে গেছে ঘরের চালা। নষ্ট হয়েছে ঘরে রক্ষিত খাদ্য সামগ্রী। লণ্ডভণ্ড হয়েছে ঘরের আসবাবপত্র।
ঝড়ে ছোট-বড় অসংখ্য গাছপালা উপড়ে পরে বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ সংযোগ। রাস্তায় গাছ পড়ে বন্ধ রয়েছে বিদ্যুৎ সংযোগ।
সঠিকভাবে ঝড়ের ক্ষয়ক্ষতির পরিমাণ জানা না গেলেও ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা তৈরি করে যথাসম্ভব সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাসান আহম্মেদ জেমস মল্লিক।

সেরা টিভি/মামুন

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360