ডেস্ক রিপোর্ট:
মার্কিন ডলারের বিপরীতে মাত্র এক সপ্তাহের ব্যবধানে বাংলাদেশ ব্যাংক টাকার মান কমিয়েছে ৮০ পয়সা। আজ সোমবার প্রতি মার্কিন ডলারের বিনিময় মূল্য ৮০ পয়সা বাড়িয়ে ৮৭ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে। এতে লাভবান হবেন রপ্তানিকারক ও প্রবাসীরা। অন্যদিকে আমদানিকারকদের বাড়বে খরচ।
এর আগে সর্বশেষ ৯ মে ডলারের বিনিময় মূল্য ২৫ পয়সা বাড়িয়ে ৮৬ টাকা ৭০ পয়সা নির্ধারণ করে বাংলাদেশ ব্যাংক। যদিও খোলাবাজারে ডলারের দাম ৯০ টাকা পেরিয়ে গেছে অনেক আগেই। খোলাবাজারে ডলারের দাম এখন ৯৩ টাকারও বেশি। আর আমদানির এলসির বিপরীতে আমদানিকারকদের ডলার কিনতে হচ্ছে ৯৫–৯৬ টাকায়।
আন্তর্জাতিক বাজারে ভোগ্য পণ্যের দাম ঊর্ধ্বমুখী হওয়ার কারণে বেশি দামে পণ্য আমদানি করতে হচ্ছে, কিন্তু রপ্তানি থেকে আশানুরুপ আয় না হওয়ার ফলে কমছে ডলারের রিসার্ভ। এ কারণে রিজার্ভ থেকে ডলার বিক্রি করে জোগান দিতে হচ্ছে আমদানির খরচ। যার ফলে ডলারের চাহিদা বেশি হওয়ায় ধীরে ধীরে দাম বাড়াচ্ছে বাংলাদেশ ব্যাংক।
সেরা টিভি/আকিব