মহা দুর্নীতিবাজ, ধুরন্ধর পিকে হালদার কয়েক হাজার কোটি টাকা আত্মসাতের পর দেশ ছেড়ে পালিয়ে যায় ভারতে। বেনামে গড়ে তোলে অবৈধ সম্পদের পাহাড়। সবশেষে তাকে আটকের পর বিচারের মুখোমুখি করতে বাংলাদেশ সরকার ভারতকে অনুরোধ করে। ভারত দ্রুত পি কে হালদারকে বাংলাদেশে ফেরত পাঠানোর কথা বলে এখন গড়িমসি করছে।
ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেন, পি কে হালদারকে বাংলাদেশের কাছে হস্তান্তরে সময় লাগতে পারে। তিনি বলেন, কারণ, এসব বিষয়ে আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়।
মঙ্গলবার (১৭ মে) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।