ডেস্ক রিপোর্ট: ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের ক্যাসিনোকাণ্ডের মামলায় জামিন আদেশ বাতিল করেছেন হাইকোর্ট।
এর আগে গত ১১ মে সব মামলায় জামিন পাওয়ার পর মুক্তি পান সম্রাট। তবে এরপর সোমবার (১৬ মে) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজহারুল হক আকন্দের হাইকোর্টের বেঞ্চে তার জামিন স্থগিত ও বাতিল চেয়ে আবেদন করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল ১৭ মে এ আবেদনের ওপর শুনানি শেষে তার জামিন স্থগিত ও বাতিল করে হাইকোর্ট। একইসঙ্গে আগামী ৭ দিনের মধ্যে তাকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার (১৮ মে) হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজহারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।