এনআরবি গ্লোবাল ব্যাংকের অর্থ কেলেঙ্কারির মূল হোতা প্রশান্ত কুমার হালদার ওরফে পি কে হালদারের ভারতের পশ্চিমবঙ্গে ১৫২ কোটি টাকার অবৈধ সম্পত্তির সন্ধান পেয়েছে ইডি।
লাগাতার জেরার পর ভারতের ইডি তার বেশ কিছু সম্পত্তির সন্ধান পেয়েছে। তারা ধারণা করছে বিভিন্ন জায়গায় তার আর্থিক বিনিয়োগ ও সম্পদের পরিমাণ ১ হাজার কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। পি কের বান্ধবী আমানা সুলতানা ওরফে শর্মি হালদারের কাছে থাকতে পারে তার বাকি সম্পত্তির সন্ধান। তার বান্ধবিকেও নেয়া হয়েছে পুলিশি হেফাজতে এবং তাকেও জেরা করা হচ্ছে।
সংশ্লিষ্টরা জানান, পি কে এবং তার সঙ্গীদের বেআইনি অর্থের জাল ভারতের কোথায় কোথায় ছড়িয়েছে, তা জানতে পি কের বান্ধবী আমানা সুলতানা ওরফে শর্মি হালদারকে জেরা জরুরি। তাকে জিজ্ঞাসাবাদে আরও চমকপ্রদ অনেক তথ্য বের হয়ে আসতে পারে।