ডেস্ক রিপোর্ট: বিশ্বের অন্যতম প্রাচীন ও প্রভাবশালী একটি উৎসব কান চলচ্চিত্র উৎসব। উৎসবটির জন্য মুখিয়ে থাকে বিনোদনপাড়ার কলা-কুশলিরা। কানের ৭৫তম আসরে বাংলাদেশের চলচ্চিত্রের প্রতিনিধিত্ব করছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর “মুজিব : দ্য মেকিং অফ আ নেশন” সিনেমাটি। কানে সিনেমাটির ট্রেলার প্রদর্শন হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে নানা রকম প্রতিক্রিয়া তৈরি হয়। জন্ম নেয় আলোচনা সমালোচনার।
বিষয়টি নিয়ে ‘মুজিব’ চরিত্রে অভিনয় করা আরিফিন শুভ’র সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘সিনেমাটির কাজ এখনো পোস্ট প্রোডাকশনে চলছে। কানে ট্রেলার প্রকাশের উদ্যোগ নেওয়া হলে মাত্র ১৩ দিন হাতে সময় নিয়ে এটি বানানো হয়। আর ভিএফএক্স-এর জন্য মাত্র ১০ দিন সময় নেওয়া হয়। যার ফলে কিছুটা ত্রুটি বিচ্যুতি রয়ে গেছে। ‘ এখনও প্রচুর কাজ বাকি।
অফিশিয়াল ট্রেলারে এসব ত্রুটি বিচ্যুতি থাকবে না, এমনকী ডাবিংয়ে যেসকল সমস্যা রয়েছে সেসব ঠিক হয়ে যাবে বলেও জানান এই অভিনেতা।
পাশাপাশি তিনি আরও জানান, দেশ বিদেশের কলাকুশলীরা উপস্থিত ছিলেন ট্রেলার প্রদর্শনের সময়। এসময় তারাও ট্রেলারের প্রশংসা করেছেন।
সেরা টিভি/আকিব