ডেস্ক রিপোর্ট:
প্রেমের সম্পর্কে জড়িয়ে লাশ হয়েছেন স্বামী পরিত্যাক্তা বিউটি বেগম। তার ঠিকানা বগুড়ার শিবগঞ্জ উপজেলার সৈয়দ দামগড়া গ্রাম।
তার সঙ্গে ক্ষেতলালের শিবপুর পূর্বপাড়া গ্রামের উজ্জলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে একটা পর্যায়ে। সম্পর্ক গাড় হলে গত ২১ এপ্রিল রাতে প্রেমের টানে বিউটি বেগম আসেন পূর্বপাড়ায় উজ্জলের বাড়িতে। কিন্তু সেখানে এসে উল্টো ধর্ষণের শিকার হতে হয় তাকে। পরে বিউটি বিয়ের চাপ দিলে উজ্জল রাতেই তাকে শ্বাসরোধে হত্যা করে নিজ বাড়ির টয়লেটের সেপটিক ট্যাংকে পুঁতে রাখেন।
নিখোঁজ হবার পরে তার পরিবার থেকে থানায় অভিযোগ করা হলে শুরু হয় অনুসন্ধান। এরপর বগুড়া জেলা পুলিশ নিহতের হারানো মোবাইলের সূত্র ধরে তথ্য-প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উজ্জলকে গ্রেপ্তার করে। উজ্জলের দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে নিখোঁজের এক মাস ৭ দিন পর শুক্রবার রাতে অভিযান চালিয়ে বগুড়া ও ক্ষেতলাল থানা পুলিশ গৃহবধূ বিউটি বেগমের মরদেহ উদ্ধার করে।
সেরা টিভি/আকিব