গত কয়েকদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে লাগাতার ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলার ঘটনার প্রতিবাদে আজ (২৮মে) সকাল ১০ টা থেকে বিক্ষোভ সমাবেশ করছে ছাত্রদল। সকাল থেকেই উক্ত সমাবেশে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড-খণ্ড মিছিল নিয়ে এসে জড়ো হন যুবদলের নেতাকর্মীরা।
এদিকে যান চলাচল বন্ধ রয়েছে সকাল থেকেই, চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ জনগণ। ক্ষোভ প্রকাশ করেছে অনেক পথচারি।
উক্ত সমাবেশে ইতোমধ্যে উপস্থিত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক, যুব দলের সদ্য বিদায়ী সভাপতি সাইফুল আলম নীরব, নবনির্বাচিত সিনিয়র সহ-সভাপতি-মামুন হাসান, সহ-সভাপতি নুরুল ইসলাম নয়ন, সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না, যুগ্ম সাধারণ সম্পাদক-শফিকুল ইসলাম মিল্টন, যুগ্ম সাধারণ সম্পাদক-গোলাম মওলা শাহীন, সাংগঠনিক সম্পাদক-ইসাহাক সরকার, দফতর সম্পাদক কামরুজ্জামান দুলাল, সাবেক সহ-সভাপতি আলী আকবর চুন্নু প্রমুখ।