মে মাসে করা আইসিসির সেরা ক্রিকেটারের তালিকায় জায়গা করে নিয়েছেন মুশফিকুর রহিম। দেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে টানা দুই টেস্টে সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। শ্রীলঙ্কা সিরিজের দুই টেস্টে মুশফিকের ব্যাট থেকে এসেছে ৩০৩ রান।
এই সাফল্যের স্বীকৃতিস্বরূপ সোমবার আইসিসির ঘোষিত সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন দেশের অন্যতম সেরা খেলোয়াড় মুশফিকুর রহিম। তার সাথে সাথে এ তালিকায় আরও জায়গা করে নিয়েছেন শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথুস ও আসিথা ফার্নান্দো।
সেরা টিভি/মামুন