ডেস্ক রিপোর্ট: চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় আরও একজন আজ বুধবার (৮ই জুন) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে নিহতের সংখ্যা এসে দাঁড়াল ৪৪ জনে।
নিহতের নাম মাসুদ রানা (৩৮)। তার বাড়ি সাতক্ষীরা। তিনি জামালপুরের সরিষাবাড়ী থানার গোপীনাথপুর এলাকার খলিলুর রহমানের ছেলে। চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর রাতে মারা যান তিনি।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, এ ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৪৪ জনে। এছাড়া চমেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরো ৮১ জন, জেনারেল হাসপাতালে ২ জন, পার্কভিউ হাসপাতালে ১০ জন ও মা ও শিশু হাসপাতালে ৪ জন। আবার ঢাকায়ও বেশ কয়েকজন চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর বলে চিকিৎসকরা জানিয়েছেন।
সেরা টিভি/মামুন