ডেস্ক রিপোর্ট: দেশজুড়ে আচমকা বেড়েছে ডেঙ্গু জ্বরের প্রকোপ। গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২০ জন। এর মধ্যে ঢাকাতে ১৯ জন এবং ঢাকার বাহিরে ১ জন ভর্তি রয়েছেন। সারাদেশ এখন ৯০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি। যার মধ্যে ৮৫ জনই রয়েছেন ঢাকায় এবং ৫ জন রয়েছেন ঢাকার বাহিরে। আক্রান্তের দিক থেকেও ঢাকাতে আক্রান্ত হচ্ছেন বেশি।
শনিবার (১১ জুন) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়।
সেরা টিভি/মামুন