রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। তার হার্টে আরও দুটি ব্লক পাওয়া গেছে।
বেগম জিয়ার ব্যাক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, গত শনিবার বেলা দুইটা থেকে খালেদা জিয়াকে ৭২ ঘণ্টার জন্য নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এই সময় শেষ হওয়ার পর কাল সোমবার শারীরিক অবস্থা কেমন, তা বলা যাবে।
সিসিইউতে খালেদাকে কার্ডিওলস্টিদের পর্যবেক্ষেণে রাখার কথা জানিয়ে জাহিদ বলেন, ‘গতকাল ম্যাডামের হার্টে এনজিওগ্রাম করার পর তিনটা ব্লক পাওয়া যায়। একটা ব্লক মেইন গ্রেট ভেসেল, যেটা লেফট সাইডে, সেটায় মোর দ্য ৯৫% ব্লক ছিল। এ কারণে উনার হার্ট অ্যাটাক হয়… এনজিওগ্রামে ওখানে সাথে সাথে স্টেন্টিং করা হয়েছে।’
সেরা টিভি/মামুন