কক্সবাজারে এবার এক লাখেরও বেশি রোহিঙ্গা শিশু ও কিশোর পেল কোভিড-১৯ এর প্রথম ডোজ টিকা।
বাংলাদেশ সরকারের জাতীয় টিকাদান কর্মসূচি ও জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও), ইউনিসেফ ও অন্যান্য মানবিক সংস্থার সহায়তায় দেওয়া হয়েছে এই টিকা।
ইউএনএইচসিআর জানিয়েছে, ইতিমধ্যেই কোভিড-১৯ এর প্রথম ডোজ টিকা পেয়েছে ৫ লাখ রোহিঙ্গা। ১২ থেকে ১৭ বছর এবং ১৮ বছরের বেশি বয়সী রোহিঙ্গাদের টিকা পাওয়ার পরিসংখ্যান ৯০ শতাংশ। টিকার মাধ্যমে এই মরণব্যাধি অনেকটাই রোধ করা সম্ভব বলে ধারণা সংশ্লিষ্টদের।
আগামী কুরবানির ঈদের ছুটির পর বাংলাদেশ সরকার ১২ বছরের উপরের শিশু-কিশোরদের দ্বিতীয় ডোজ টিকার সময় নির্ধারণ করবে।
সেরা টিভি/মামুন