ডেস্ক রিপোর্ট:
তীব্র স্রোতের কারণে শরিয়তপুরের পদ্মা নদীতে চলন্ত দুটি ফেরির মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। আতঙ্কিত হয়ে ফেরির যাত্রী নদীতে লাফ দিলে আহত হয়েছেন অন্তত ১০ জন এবং নিহত হয়েছেন ১ জন। এছাড়া ফেরিতে থাকা যানবাহনও হয়েছে ক্ষতিগ্রস্ত।
রবিবার (১৯ জুন) ভোর ৩ টায় পদ্মা নদীর জাজিরা পয়েন্টে যাত্রীবাহী ফেরি বেগম রোকেয়া ও ওপর প্রান্ত থেকে আসা আরেকটি যাত্রীবাহী ফেরি বেগম সুফিয়া কামালের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এর ফলে দুটি নৌযানই ক্ষতিগ্রস্ত হয় এবং আতঙ্ক ছড়িয়ে পরে যাত্রীদের মাঝে।
দুর্ঘটনাকবলিত সুফিয়া কামাল ফেরির মাস্টার জানান, নদীতে পানি বাড়ার কারণে সৃষ্টি হয়েছে তীব্র ঘূর্ণিপাতের। যার ফলে নিয়ন্ত্রন হারিয়ে এ দুর্ঘটনাটি ঘটেছে।
এদিকে খবর পেয়ে উক্ত স্থানে গিয়েছে বিআইডব্লিউটিসি, শুরু করেছে উদ্ধার তৎপরতা।
সেরা টিভি/মামুন