সিলেটের বন্যার্তদের পাশে অনন্ত জলিল - Shera TV
  1. [email protected] : sheraint :
  2. [email protected] : theophil :
সিলেটের বন্যার্তদের পাশে অনন্ত জলিল - Shera TV
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৪:১৫ অপরাহ্ন

সিলেটের বন্যার্তদের পাশে অনন্ত জলিল

সেরা টিভি
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জুন, ২০২২

স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে সিলেট জেলার ৩০ লাখ ও সুনামগঞ্জ জেলার ২০ লাখ মানুষ।
বলা হচ্ছে, গত ১২২ বছরের মধ্যে এমন ভয়াবহ বন্যা দেখেনি সিলেটবাসী। সিলেটজুড়ে নেমে এসেছে মানবিক বিপর্যয়। নগরের রেলস্টেশন, বিমানবন্দর, সরকারী হাসপাতালসহ গুরুত্বপূর্ণ সকাল স্থাপনায় ঢুকে গেছে পানি। অনেকের ঘরে নেই খাবার, বিশুদ্ধ পানির সংকট তীব্র। দুদিন ধরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। এমন অবস্থায় নেমে এসেছে বড় ধরেণের মানবিক বিপর্যয়।
ভয়াবহ এ পরিস্থিতিতে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ব্যবসায়ী ও চলচ্চিত্র অভিনেতা-প্রযোজক অনন্ত জলিল।
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিওবার্তায় সবাইকে সাহায্যের আহ্বানও জানিয়েছেন তিনি।
ভিডিওবার্তায় অনন্ত জলিল বলেন, ‘সিলেটের বন্যার ভয়াবহতার কারণে এবার আমি সিদ্ধান্ত নিয়েছি, ১০-১২টা গরু কুরবানি না দিয়ে শুধু ১টা বা দুটি গরু কুরবানি দেব। এই কুরবানির যত টাকা আছে তা দিয়ে বন্যার্তদের পাশে দাঁড়াব। শুধু কুরবানির টাকাই নয়, আমার ব্যবসার টাকা এবং আমি যে মুভি (দিন: দ্য ডে) মুক্তি দিচ্ছি, সেটি থেকেও টাকা আসবে— সব কিছু দিয়েই সিলেটের বন্যার্তদের পাশে দাঁড়াব ইনশাআল্লাহ।’
এর পর এ তারকা বলেন, ‘যখন যেখানে দুর্যোগ হয়, আমি পাশে দাঁড়াই। আমাদের যাদের অর্থ-কড়ি আছে, আমরা কেউ টাকা কবরে নিয়ে যেতে পারব না। আমরা যেটি আয় করি, সেটি মানুষের কাজে খরচ করতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে। কারণ আপনি-আমি একদিন পৃথিবীতে থাকব না। আমরা নিজেরা ভোগ না করে, যদি মানুষের কল্যাণে টাকা খরচ করতে পারি, তা হলে আল্লাহ আমাদের এই দান কবুল করবেন। মরার পর আমাদের পাশে মানুষের দোয়া ছাড়া আর কিছুই থাকবে না। যে যতটুকু পারেন মানুষের পাশে দাঁড়ান। সবাই মিলে একটু একটু করলেও তাদের অনেক সহায়তা হবে।’

সেরা টিভি/মামুন

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360