দেশবাসীর স্বপ্নের সেতু পদ্মা এখন আর স্বপ্ন নয়, বাস্তব। আজ বেলা ১২ টায় লাখো বাঙ্গালির স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাঙ্গালির স্বপ্নের সেতু কাছ থেকে এক নজর দেখতে তাই ভোর থেকেই দেশের দূর-দূরান্ত থেকে মানুষ আসতে শুরু করেছেন এখানে। রোদের তাপদাহের পর ১০টার দিকে শুরু হয়েছে বৃষ্টি। রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে জনস্রোতে শামিল হচ্ছেন সবাই। জনতার ঢল বেড়েই চলছে।
জড়ো হওয়া মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, খুলনা, বাগেরহাট, যশোর, সাতক্ষীরা, নড়াইল, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, বরিশাল, পিরোজপুর, ভোলা, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি, গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর ও রাজবাড়ী বাস ও লঞ্চযোগে জনসভাস্থলে আসছেন তারা। জনসভাস্থলের পায় পাঁচ কিলোমিটার দূরে বাস থামিয়ে দেওয়া হয়েছে। সেখানে আসা শত শত বাস থেকে নেমে হেঁটে সবাই সভাস্থলের আসছেন।
তাদের সাথে কথা বলে জানা গেছে, উদ্বোধন শেষেও তারা থাকবেন বিকাল পর্যন্ত। এরপর যার যার গন্তব্যে ফিরে যাবেন তারা।
সেরা টিভি/মামুন