পূর্বানুমান অনুযায়ী ধারণা ছিল যে, দৈনিক গড়ে প্রায় ২৪ হাজার যান চলাচল করবে পদ্মা সেতু দিয়ে। কিন্তু, উদ্বোধনের প্রথম দিন আজকে এখনও পর্যন্ত সকাল ছয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত সেতু দিয়ে ১৫ হাজার ২০০ যানবাহন চলাচল করেছে। পুরো দিনের হিসাব পাওয়া যাবে আগামীকাল সোমবার।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ সূত্র জানায়, আজ প্রথম আট ঘণ্টায় মাওয়া প্রান্ত দিয়ে যানবাহন পার হয়েছে ৮ হাজার ৪৩৮টি।
অন্যদিকে জাজিরা হয়ে ঢাকার পথে যানবাহন এসেছে ৬ হাজার ৭৬২টি। সব মিলিয়ে দুই প্রান্ত দিয়ে যানবাহন আসা-যাওয়া করেছে ১৫ হাজার ২০০টি। এই যানবাহন থেকে টোল আদায় হয়েছে ৮২ লাখ ১৯ হাজার ৫০ টাকা। এর মধ্যে মাওয়া প্রান্তে টোল উঠেছে ৪৬ লাখ ৮৯ হাজার ৫৫০ টাকা। আর জাজিরা প্রান্তে টোল আদায় হয়েছে ৩৫ লাখ ২৯ হাজার ৫০০ টাকা।
সেরা টিভি/মামুন