ডেস্ক রিপোর্ট:
উদ্বোধনের শুরুর দিনেই পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন মারা যাবার ঘটনায় সেতুতে মোটরসাইকেল নিষিদ্ধ করা হয়েছে।
আজ সোমবার সকাল ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে সরকার। কিন্তু আজ সকাল থেকেই পদ্মা সেতুর টোল প্লাজায় ভিড় বাড়তে থাকে মোটরসাইকেলের।
সেতুর মাওয়া ও জাজিরা প্রান্তে টোল প্লাজার সামনে মোটরসাইকেল নিয়ন্ত্রণে রীতিমত হিমশিম খেতে হচ্ছে সেতু কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের।
তারা একের পর এক মোটরসাইকেল ফিরিয়ে দিচ্ছেন। অনেকে তা মেনে চলে যাচ্ছেন, অনেকে আবার বাকবিতণ্ডা করছেন। এর ফলে সেতুর মাওয়া পয়েন্টে টোল প্লাজার সামনে ব্যাপক যানজট সৃষ্টি হবার পাশাপাশি সৃষ্টি হয়েছে তীব্র ভোগান্তির।