ডেস্ক রিপোর্ট:
বরিশাল বিভাগে করোনা সংক্রমণের পরিস্থিতি ক্রমেই বাড়ছে। গত সপ্তাহ থেকেই উঠানামা করছে সংক্রমণের হার।
স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, গতকাল শনিবার সকাল থেকে আজ রোববার সকাল পর্যন্ত বিভাগে ১৬৩ জনের নমুনা পরীক্ষা করার পর ৬১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ৩৭ দশমিক ৪২ শতাংশ। এর আগের দিন গত শুক্রবার সকাল থেকে গতকাল সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় শনাক্তের হার অনেকটা কমেছিল। এদিন ১৩৯ জনের নমুনা পরীক্ষায় ২৩ জনের করোনা শনাক্ত হয়েছিল। শনাক্তের হার ছিল ১৬ দশমিক ৫৫ শতাংশ।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বরিশাল বিভাগে আশঙ্কাজনক ভাবে করোনা ভাইরাস ছড়ানোর হার উঠা নামা করছে।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, মাস্ক পরার ব্যাপারে এখন যেভাবে উদাসীনতা দেখা যাচ্ছে, সেটাও আশঙ্কার বিষয়। সামনে পবিত্র কোরবানির ঈদ। এখন গরুর বাজারগুলোয় বিপুলসংখ্যক লোকের সমাগম হবে। ঈদে অনেক লোক বাসে-লঞ্চে গ্রামে ফিরবে। এ সময় স্বাস্থ্যবিধি লঙ্ঘন করা হলে পরিস্থিতি খারাপের দিকে যেতে পারে। এ জন্য সবাইকে মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি অনুসরণ করার ওপর জোর দিতে হবে।
সেরা টিভি/আকিব