ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের একটি ব্যস্ততম শপিং মলে বন্দুকধারির হামলায় বেশ কয়েকজনের হতাহতের ঘটনা ঘটেছে। পুলিশ সূত্র বলছে, এ ঘটনায় ২২ বছর বয়সী এক ডেনিশ নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।
ডেনমার্কের বৃহত্তম বিপণিকেন্দ্র ফিল্ডসে ঠিক কি কারণে এই হামলার ঘটনা ঘটেছে তা এখনও পরিষ্কার নয়। তাৎক্ষণিকভাবে পুলিশ হত্যাকারীর উদ্দেশ্য সম্পর্কে কিছু জানায়নি। হামলার ঘটনাটি উগ্র সন্ত্রাসবাদ থেকে ঘটে থাকতে পারে বলে মনে করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদিকে হামলার পরপরই ওই শপিং মল ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে এক টুইট বার্তায় জানিয়েছেন কোপেনহেগেন পুলিশ।
এদিকে হামলা নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে একটি পোস্ট করেছেন কোপেনহেগেনের মেয়র সোফি অ্যান্ডারসন। তিনি বলেন, ‘আসলে কতজন মারা গেছে বা আহত হয়েছে তা আমরা জানি না। তবে ঘটনা খুবই গুরুতর।’
সেরা টিভি/আকিব