প্রতিবছরের মত এবারও পরিবারের সাথে ঈদ করতে বাড়ি ফিরতে শুরু করেছে রাজধানীবাসী।
আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ভোর থেকে ঈদযাত্রার ট্রেন চালু হয়। কিন্তু ঈদযাত্রার প্রথম ট্রেনই আজ দেড় ঘণ্টা দেরিতে ছেড়ে গেছে। ঢাকা থেকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস সকাল ৬ টায় কমলাপুর থেকে ছাড়ার কথা থাকলেও সেটি ছেড়েছে সকাল সাড়ে ৭ টায়।
আজ সকাল ৮টার আগে প্লাটফর্মগুলো ছিল অনেকটাই ফাঁকা। তবে বেলা বাড়ার সাথে সাথে কিছুটা চাপ বেড়েছে।
এদিকে কমলাপুর রেলওয়ে স্টেশন মাস্টার মো. আফছার উদ্দিনের সাথে কথা বললে তিনি বলেন, ট্রেনগুলো দেরি করে আসায় দেরি করে ছেড়েছে। দেরি কেন করলো, তা বলতে পারব না।
সেরা টিভি/মামুন