ডেস্ক রিপোর্ট:
ঈদে ঘরমুখী মানুষের চাপে রাজধানী ঢাকা সহ এর আশেপাশের এলাকায় বুধবার সকাল থেকেই ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। সকাল সকাল অনেকেই পরিবার পরিজন নিয়ে রাজধানী ছাড়তে শুরু করেছে সাথে রয়েছে ঝিঁড়িঝিঁড়ি বৃষ্টি, যার ফলে ভোগান্তি বেড়েছে আরও কয়েকগুন।
হানিফ ফ্লাইওভার পার হতে যেখানে এক একটি যাত্রীবাহী বাসের সময় লাগত মাত্র ৫ মিনিট, সেখানে ঘরমুখি মানুষের চাপে এবং অতিরিক্ত যানবাহনের কারণে এই ফ্লাইওভার পার হতে সময় লাগছে অন্তত এক থেকে দেড় ঘণ্টা।
রাজধানীর গাবতলী, মহাখালী, সায়েদাবাদ ও কমলাপুর রেলস্টেশনমুখী সব সড়কে সকাল থেকেই লেগে আছে তীব্র যানজট।
এদিকে সকাল থেকেই গুঁড়িগুঁড়ি বৃষ্টির ফলে তীব্র ধীরগতিতে চলছে প্রতিটা যানবাহন। যার ফলে সড়কে ভোগান্তি বেড়েছে কয়েকগুন।