সেঞ্চুরি করে বিশ্ব রেকর্ড তৌহিদ হৃদয়ের - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
সেঞ্চুরি করে বিশ্ব রেকর্ড তৌহিদ হৃদয়ের - Shera TV
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০২:৪৬ অপরাহ্ন

সেঞ্চুরি করে বিশ্ব রেকর্ড তৌহিদ হৃদয়ের

সেরা টিভি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৯

বাংলাদেশ যুব দল বেশ কিছুদিন ধরেই ধারাবাহিক পারফরমেন্স করে যাচ্ছে। ধারাবাহিকতা ধরে রেখেছে চলমান সিরিজেও।এই সিরিজে প্রতিপক্ষ দল শ্রীলঙ্কান যুবা দল। রবিবার (১৭ নভেম্বর) লঙ্কান যুব দলের বিপক্ষে সিরিজের চতুর্থ ম্যাচে ১১৫ রানের ইনিংস খেলেন হৃদয়। এতে পরপর দুই ইনিংসে সেঞ্চুরিতে নাম রয়েছে ১১ জন যুব ক্রিকেটার ব্যাটসম্যানের।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মঙ্গলবার (১৯ নভেম্বর) সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে আবারও সেঞ্চুরি হাঁকিয়ে বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে যুব ক্রিকেটে টানা তৃতীয় সেঞ্চুরির বিশ্ব রেকর্ড গড়েন হৃদয়।

অনূর্ধ্ব-১৯ পর্যায়ে এটি তার পঞ্চম সেঞ্চুরি। যা কি না যুব ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড। তার সমান ৫টি সেঞ্চুরি রয়েছে ভারতীয় যুবা উন্মুখ চান্দের। সবচেয়ে বেশি ৬টি সেঞ্চুরি পাকিস্তানের সামি আসলামের।

হৃদয়ের সেঞ্চুরিতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ এর সংগ্রহ দাঁড়ায় ২৮৩ রানের।এর আগের দুই ম্যাচে ১২৩ (অপরাজিত ) এবং ১১৫ রানের ইনিংস খেলে হৃদয়।আর এ ম্যাচে আউট হন ১১১ রান করে। ১০২ বলে খেলা ইনিংসে ৩ চারের পাশাপাশি ৫টি ছক্কা হাঁকান হৃদয়। এছাড়া প্রান্তিক নওরোজ নাবিল করেন ৬৫ রান।

এই সিরিজেই যুব ক্রিকেটে ১০০০ রানের মাইলফলক পৌঁছান হৃদয়। ৪০ ম্যাচে তার গড় ৪৮.৪১ এবং রান ১৩৯৯ । এ তালিকার শীর্ষে রয়েছেন বাংলাদেশেরই আরেক ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত, তার সংগ্রহ ১৮২০ রান।

যুব ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকা
১. নাজমুল হোসেন শান্ত (বাংলাদেশ) – ৫৮ ম্যাচে ১৮২০ রান
২. সামি আসলাম (পাকিস্তান) – ৪০ ম্যাচে ১৬৯৫ রান
৩. কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা) – ৩০ ম্যাচে ১৪০৯ রান
৪. বিজয় হারি যল (ভারত) – ৩৬ ম্যাচে ১৪০৪ রান
৫. তৌহিদ হৃদয় (বাংলাদেশ) – ৪০ ম্যাচে ১৩৯৯ রান

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360