ডেস্ক রিপোর্ট:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনায় করা মামলায় ২ ছাত্রলীগ কর্মীসহ মোট ৪ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। তাঁদের কাছ থেকে ওই ছাত্রীর মুঠোফোন উদ্ধার করা হয়েছে।
র্যাব ৭ হাটহাজারী কোম্পানি কমান্ডার মাহফুজুর রহমান আজ শনিবার সকালে বিষয়টি জানিয়েছেন। বেলা ১১টার দিকে নগরে চাঁদগাও ক্যাম্প র্যাবের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ এ নিয়ে বিস্তারিত জানাবেন।
উল্লেখ্য, গত রবিবার (১৭ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেন এলাকায় সংগীত বিভাগের এক ছাত্রীকে শারীরিকভাবে হেনস্তা করার অভিযোগ উঠেছে অজ্ঞাত পাঁচ তরুণের বিরুদ্ধে। এ সময় ওই ছাত্রীকে গাছে বেঁধে তাকে বিবস্ত্র করে মোবাইলে ভিডিও ধারণ করা হয় এবং তার সঙ্গে থাকা বন্ধু ও তাকে মারধর করে মোবাইল-মানিব্যাগ ছিনতাই করা হয়।
এ ঘটনায় গত মঙ্গলবার (১৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দেন ভিকটিম। এরপর বুধবার (২০ জুলাই) বিকেলে হাটহাজারী থানায় অজ্ঞাত পাঁচ যুবককে আসামি করে মামলা করেন ওই ছাত্রী। আর ছাত্রী হেনস্তার মতো অপ্রীতিকর ঘটনার বিচারের দাবিতে এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে এখনও উত্তাল পুরো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।
সেরা টিভি/মামুন