প্রেম করছেন জয়া আহসান! - Shera TV
  1. admin@sherainternational.com : sheraint :
  2. theophil.sheradigital360@gmail.com : theophil :
প্রেম করছেন জয়া আহসান! - Shera TV
শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ১০:৪৫ অপরাহ্ন

প্রেম করছেন জয়া আহসান!

সেরা টিভি
  • প্রকাশের সময় : বুধবার, ২০ নভেম্বর, ২০১৯

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। বেশ কয়েক বছর ধরেই ভক্ত ও অনুরাগীদের মনে একটাই প্রশ্ন কবে বিয়ের পিঁড়ীতে বসবেন লাস্যময়ী জয়া আহসান? সম্প্রতি ভারতীয় এক সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাতকারে জানিয়েছেন বিয়ে নিয়ে না ভাবলেও প্রেম করছেন তিনি।

আগামী ২৭ ডিসেম্বর কলকাতায় মুক্তি পেতে যাচ্ছে জয়া-প্রসেনজিৎ অভিনীত ছবি ‘রবিবার’।

গতকাল ছবি মুক্তি প্রসঙ্গে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাতকারে জয়া আহসানের ব্যক্তিগত বিষয়ে আলোচনা হয়।

কলকাতার এক তারকার বরাত দিয়ে জানতে চাওয়া হয়, জয়া নাকি বাংলাদেশের একজনের সঙ্গে প্রেম করছেন। এছাড়া আগামী বছর নাকি বিয়েও করবেন?

জয়ার কাছে জানতে চাওয়া হয়, তাহলে কি সংবাদটি গুজব? এমন প্রশ্নের জবাবে জয়া বলেন, আমি প্রেম করছি। যার সঙ্গে সম্পর্কে জড়িয়েছি তিনি বাংলাদেশের। ফিল্ম ইন্ডাস্ট্রির কেউ নন। কিন্তু বিয়ের দিনক্ষণ এখনও ঠিক হয়নি।

এদিকে, সম্প্রতি বাংলাদেশে মুক্তি পেয়েছে জয়া আহসান অভিনীত কলকাতার ছবি ‘কণ্ঠ’। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের যৌথ পরিচালনায় ছবিটি গত মে মাসে ভারতে মুক্তি পায়। সাফটা চুক্তির আওতায় ‘কণ্ঠ’ দেশে পরিবেশন করছে ইমপ্রেস টেলিফিল্ম লি.।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360