ডেস্ক রিপোর্ট:
চলতি মাসে ইতিবাচক ধারায় ফিরেছে রেমিট্যান্সপ্রবাহ। ঈদের এই মাসের প্রথম ২১ দিনে প্রবাসী বাংলাদেশিরা রেমিট্যান্স পাঠিয়েছেন ১৬৪ কোটি ২৮ লাখ মার্কিন ডলার।
বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ৯৫ টাকা) যার পরিমাণ দাঁড়ায় ১৫ হাজার ৬০৬ কোটি টাকা। এই হিসাবে গড়ে প্রতিদিন দেশে এসেছে ৭৪৩ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুযায়ী, ২০২১-২২ অর্থবছরে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দুই হাজার ১০৩ কোটি ১৭ লাখ (২১.৩ বিলিয়ন) ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা আগের অর্থবছরের চেয়ে ১৫.১১ শতাংশ কম। ২০২০-২১ অর্থবছরে এসেছিল দুই হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ ডলার।
খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এ মাসে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে। মুসলমানদের অন্যতম বড় এ উৎসবকে কেন্দ্র করে প্রবাসী বাংলাদেশিরা তাঁদের পরিবার-পরিজনদের জন্য বেশি বেশি অর্থ পাঠিয়েছেন। এ কারণে রেমিট্যান্সপ্রবাহ বেড়েছে।
সেরা টিভি/মামুন