রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার চতুর্থ শিফটে প্রক্সি দিতে এসে আটক হয়েছেন দুজন। এর মধ্যে একজন নাক ও মাথায় ব্যান্ডেজ পরে রোগী সেজে অন্যের হয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন। তিনি একটি বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষক। অন্যজন ভর্তি পরীক্ষার্থী।
পরে গতকাল রাতে তাঁদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছর করে কারাদণ্ড দিয়ে জেলে পাঠানো হয়েছে।
সাজাপ্রাপ্ত চিকিৎসক হলেন সমীর রায় (২৬)। তিনি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ার মৃত সুনীল রায়ের ছেলে। তিনি খুলনা মেডিকেল কলেজের ২৪তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। খুলনার একটি বেসরকারি মেডিকেল কলেজে প্রভাষক হিসেবে কর্মরত। সমীর নড়াইলের কালিয়া থানার মো. রাহাত আমিনের (২০) হয়ে পরীক্ষা দিচ্ছিলেন। এ ঘটনায় রাহাতকেও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সেরা টিভি/মামুন