স্পোর্টস ডেস্ক ঃ সাকিব আল হাসান আইসিসির নিষেধাজ্ঞায় ক্রিকেট এর বাইরে চলে গেছেন ১ বছরের জন্য। ফলশ্রুতিতে নেই ভারত সফরেও। তবে সাকিব বিহীন ইতিহাসের প্রথম দিবা-রাত্রির টেস্ট ম্যাচের প্রথম দিনটা মোটেও সুখকর হয়নি টাইগারদের জন্য। কিন্তু হঠাৎ জানা গেলো, কলকাতায় অবস্থান করছেন সাকিব আল হাসান ও বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা।
শুক্রবার (২২ নভেম্বর) কলকাতায় গিয়েছেন এই বিশ্বসেরা ক্রিকেটার। উঠেছেন করছেন কলকাতার রিজেন্সি হোটেলে। যদিও ঢাকা ফিরে যাওয়ার কথা দু,একদিনের মধ্যেই।
বিসিবি সূত্রে জানা গেছে, সাকিব আল হাসান কলকাতায় যাওযয়ার ব্যাপারে বোর্ড কিছু জানে না। তার কলকাতায় অবস্থানের সঙ্গে বিসিবির কোনো সংশ্লিষ্টতা নেই। সাকিব হয়তো ব্যক্তিগত কারণেই কলকাতায় গেছেন।
ঐতিহাসিক ইডেন টেস্টের সাক্ষী হতে বাংলাদেশের অনেক সাবেক খেলোয়াড় অবস্থান করছেন কলকাতায়। তাই ঠিক এমন সময় সাকিবের কলকাতায় অবস্থান কৌতূহলের জন্ম দিয়েছে।
ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও আইসিসিকে না জানানোয় অক্টোবর মাসে সাকিবকে সব ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে আইসিসি। তেমনটি না ঘটলে হয়ত তিনিই বাংলাদেশ দলকে নেতৃত্ব দিতেন ঐতিহাসিক এই গোলাপি টেস্টে।