রোনালদোকে ছাড়িয়ে মেসি একক শ্রেষ্ঠত্বের আসনে - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
রোনালদোকে ছাড়িয়ে মেসি একক শ্রেষ্ঠত্বের আসনে - Shera TV
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০২:২৮ অপরাহ্ন

রোনালদোকে ছাড়িয়ে মেসি একক শ্রেষ্ঠত্বের আসনে

সেরা টিভি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০১৯

স্পোর্টস ডেস্ক ঃ আবারও সবাইকে ছাড়িয়ে নিজের শ্রেষ্ঠত্ব জানান দিলেন লিওনেল মেসি।এ বছর ব্যলন ডি অর এ ক্রিস্তিয়ানো রোনালদো ও ভার্জিল ফন ডাইকের মতো তারকাদের পেছনে ফেলে আবারও ব্যালন ডি’ অর জিতলেন লিওনেল মেসি। ব্যালনের পুরস্কারে দ্বিতীয় হয়েছেন লিভারপুলের ডাচ তারকা ফন ডাইক। তৃতীয় হয়েছেন জুভেন্টাসের পর্তুগিজ সুপারস্টার রোনালদো। এছাড়া সেরা গোলরক্ষক হিসেবে লেভ ইয়াসির ট্রফি জিতেছেন লিভারপুলের ব্রাজিলিয়ান ‘ওয়াল’খ্যাত অ্যালিসন বেকার।

গতকাল রাতে প্যারিসে (সোমবার, ২ ডিসেম্বর) এক জমকালো অনুষ্ঠানে তার হাতে ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’ –এর পুরস্কার তুলে দেন গতবারের বিজয়ী লুকা মদ্রিচ। বিশ্বজুড়ে সাংবাদিকদের ভোটে রেকর্ড ষষ্ঠবারের মতো পুরস্কারটি জিতলেন আর্জেন্টাইন তারকা। চলতি বছরের ‘দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার’ পুরস্কার জিতেছেন লিওনেল মেসি আগেই। এবারে ক্যারিয়ারে ষষ্ঠবারের মতো মেসি পেলেন ব্যালন ডি’অর পুরস্কার। এর আগে ২০০৯, ২০১০, ২০১১, ২০১২ ও ২০১৫ সালে এই ট্রফি উঁচিয়ে ধরেছিলেন ফুটবল জাদুকর।

এমন অর্জনের পর প্রতিক্রিয়ায় সতীর্থদের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, যেসব সাংবাদিকরা আমাকে ভোট দিয়েছেন এবং চেয়েছেন যে আমি এই পুরস্কার জিতি, তাদের সবাইকে আমি ধন্যবাদ দিতে চাই। ক্লাব পর্যায়ে ব্যক্তিগত নৈপুণ্যে আরও বেশি উজ্জ্বল ছিলেন ৩২ বছর বয়সী এই আর্জেন্টাইন তারকার। লা লিগায় সর্বোচ্চ ৩৬ গোল করে একই সঙ্গে জিতে নেন পিচিচি ট্রফি ও ইউরোপিয়ান গোল্ডেন শু। চ্যাম্পিয়ন্স লিগে করেন সর্বোচ্চ ১২ গোল। ক্লাব ও জাতীয় দলের হয়ে গেল মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৮ ম্যাচ খেলে ৫৪ গোল করেন মেসি।

প্রসঙ্গত, ফুটবল জগতের সম্মানজনক এ পুরুষ্কার এর জন্য ফ্রান্স ফুটবল সাময়িকীর পক্ষ থেকে ৩০ জনের তালিকা তৈরি করা হয়েছিল। চূড়ান্ত তালিকায় যে তিনজনের নাম এসেছিল তারা হলেন- লিওনেল মেসি, ভার্জিল ফন ডাইক ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360