আজ মৌসুমের প্রথম এল ক্লাসিকো - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
আজ মৌসুমের প্রথম এল ক্লাসিকো - Shera TV
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২:৪৩ অপরাহ্ন

আজ মৌসুমের প্রথম এল ক্লাসিকো

সেরা টিভি
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০১৯

স্পোর্টস ডেস্কঃ

আজ আয়োজিত হতে যাচ্ছে সমর্থকদের কাছে বহুলকাঙ্খিত মৌসুমের প্রথম ‘এল ক্লাসিকো ‘। খেলাটা হয়ে যাওয়ার কথা ছিল অক্টোবরের ২৬ তারিখে। কিন্তু স্পেনের রাজনৈতিক পরিস্থিতির কারণে স্থগিত করে রাখা মৌসুমের প্রথম ‘এল ক্লাসিকো’ মাঠে গড়াচ্ছে আজ। ন্যু ক্যাম্পে আসছে রিয়াল মাদ্রিদ। নানা ঘটনা পরিক্রমায় যখন দুই চিরপ্রতিদ্বন্দ্বী মুখোমুখি হচ্ছে, তখন পরিসংখ্যানের অনেক পাতাতেই দুই দল একই সমতলে। আজকের হারজিতে অঙ্ক পাল্টাবে একাধিক খাতায়।

প্রথমেই আসা যাক চলতি লিগের পয়েন্ট টেবিলে। বার্সেলোনা শীর্ষে, রিয়াল দুইয়ে। তবে দুই দলেরই পয়েন্ট সমান। ১৬ খেলায় ৩৫ পয়েন্ট করে অর্জন দুই দলেরই, গোল ব্যবধানে মাত্র দুই গোলের পার্থক্য গড়ে বার্সেলোনা শীর্ষে। এল ক্লাসিকোর সর্বকালের স্কোরশিটেও সমান রিয়াল-বার্সা। দুই দলই লিগে একে অন্যকে হারিয়েছে ৭২ বার! অর্থাৎ লিগে রিয়াল বার্সাকে হারিয়েছে ৭২ বার আবার বার্সাও রিয়ালকে হারিয়েছে ৭২ বার। ৩৪টি ম্যাচে হয়েছে ড্র। এখানেও গোল ব্যবধান মোটে দুই! রিয়াল করেছে ২৮৬ গোল, বার্সেলোনা করেছে ২৮৮ গোল। আজকের ম্যাচে যেকোনো দলের পক্ষেই হারজিতের এই সমতা ভেঙে এগিয়ে যাওয়া সম্ভব।

এল ক্লাসিকো মানেই যে রক্তে নাচন ধরানো রোমাঞ্চ, বার্সেলোনার টানা সাফল্যের আধিপত্যে সেই উত্তাপই উবে যাচ্ছে। ২০১৬ সালের এপ্রিলের পর যে লিগে কোনো এল ক্লাসিকোতেই জিততে পারেনি মাদ্রিদিস্তারা। গত বছর ন্যু ক্যাম্পে ৫-১ গোলে হারের লজ্জাও সঙ্গী হয়েছে রিয়ালের। কোপা দেল রে’তে সর্বশেষ দেখাতেও রিয়ালকে তাদের মাঠে এসে ৩-০ ব্যবধানে হারিয়ে গেছে কাতালানরা। রোনালদোর রিয়াল ছাড়ার পর তারকাদ্যুতিতেও পিছিয়ে পড়েছে একসময়ের ‘গ্যালাকতিকোস’; এদেন হ্যাজার্ড হয়ে উঠতে পারেননি লুব্ধক আর ভিনিসিয়াস কিংবা রোদ্রিগোরা তো মাত্রই পাখা মেলছেন। খেলোয়াড়ি নৈপুণ্য আর শ্রেষ্ঠত্বের বিচারে হয়তো বার্সেলোনাই এগিয়ে, তবে রিয়ালকে আশা জোগাচ্ছেন তাদের কোচ জিনেদিন জিদান। দ্বিতীয় মেয়াদে এসে হাল ধরে জিদানই তো রিয়ালকে এখনো শিরোপার দৌড়ে রেখেছেন!

তবে এই এল ক্লাসিকোর আকর্ষণ বহুমাত্রিক! মাঠের বাইরের ঘটনাবলিও কম নাটকীয় নয়। নিজেদের শেষ অনুশীলন করে বার্সেলোনায় আসবেন রিয়াল মাদ্রিদের খেলোয়াড় ও কর্মকর্তারা। মাঠের খুব কাছে, মাত্র ৬০০ মিটার দূরত্বে প্রিন্সেস সোফিয়া হোটেলে থাকবেন তাঁরা। অন্য ম্যাচগুলোতে বার্সেলোনার খেলোয়াড়রা বাড়ি থেকেই ক্লাবে এলেও এল ক্লাসিকোর আগের দিন হোটেলে উঠবেন মেসিরাও। বার্সেলোনার রাজনৈতিক পরিস্থিতি আগের মতো উত্তাল না হলেও স্বাভাবিক হয়নি। ‘সুনামি ডেমোক্রেটিক’ নামের কাতালান একটি গোষ্ঠীর ডাকা প্রতিবাদ কর্মসূচিতে রাস্তাঘাটে ঝামেলা এড়ানোর জন্য স্বাগতিক দল বাদ দিয়েছে ম্যাচের আগের প্রথাগত সূচিও। দুপুরের ভেতর বার্সেলোনা দলের সবাই চলে আসবেন হোটেলে, এরপর টিম বাসে একসঙ্গে মাঠে। একই হোটেলে হলেও মাঠের আগে দেখা হচ্ছে না মেসি-রামোসদের। দুই দলকে রাখা হবে হোটেলের দুই প্রান্তে। অন্যদিকে রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ জানিয়েছে, বার্সেলোনায় পৌঁছে খেলোয়াড়দের পূর্ণ নিরাপত্তার নিশ্চয়তা না পেলে তাঁরা বিমান থেকেই নামবেন না!

তবে বার্সা প্রেসিডেন্ট হোসে মারিয়া বার্তেমিউ জানিয়েছেন, এবার শত বাধার মুখেও এল ক্লাসিকো আয়োজন করবে বার্সেলোনা, ‘ক্লাসিকো আরো একবার স্থগিত হবে না। খেলা হবে। আমাদের সবার দায়িত্ব খেলাটা হতে দেওয়া। আমরা এখন একটা সংকটময় সময় পার করছি, তবে এ রকম সময়ে ফুটবল খেলা যাবে না, এমন নয়। যে-ই শান্তিপূর্ণভাবে দাবি আদায়ের প্রক্রিয়া চালাক, তাতে শান্তি থাকতে হবে। ক্লাসিকো হচ্ছে জীবনের উদযাপন।’

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360