নিউজ ডেস্ক:
প্রায় সারাদেশেই শীতের তীব্রতার মধ্যে রাজশাহীতে বৃহস্পতিবার সর্বনিন্ম তাপমাত্রা পৌঁছেছে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে।
আবহাওয়া অধিদফতর এতথ্য জানিয়েছে। তাপমাত্রা কমার পাশাপাশি জেলায় বেড়েছে শীতের প্রকোপ। গোটা রাজশাহী যেন শীতে কাঁপছে। সেই সঙ্গে ঘন কুয়াশায় আকাশ ঢেকে থাকছে সবসময়ই।
তীব্র শীতে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন ছিন্নমূল মানুষ, শিশু, বৃদ্ধ ও খেটে খাওয়া দিনমজুর শ্রেণির মানুষেরা।
গত দুইদিন ধরে শীত বেড়ে চলেছে রাজশাহীতে। তবে বুধবার রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এক রাতেই ২ ডিগ্রী তাপমাত্রা কমে বৃহস্পতিবার ভোরে ৯ দশমিক ৪ ডিগ্রিতে নেমে আসে।
এই তীব্র শীতেও গত কয়দিনে রাজশাহীর ছিন্নমূল মানুষদের মধ্যে কোনরকম শীতবস্ত্র বিতরণ করতে দেখা যায়নি প্রশাসন বা কোন সংগঠনের পক্ষ থেকে। মানুষের মধ্যে শীতজনিত রোগীর সংখ্যাও বেড়েছে রাজশাহীর হাসপাতালে।
সেরা নিউজ/আকিব