তাহসান জুটি বাঁধলেন পূর্নিমার সাথে - Shera TV
  1. admin@sherainternational.com : sheraint :
  2. theophil.sheradigital360@gmail.com : theophil :
তাহসান জুটি বাঁধলেন পূর্নিমার সাথে - Shera TV
শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০৮:৪৪ অপরাহ্ন

তাহসান জুটি বাঁধলেন পূর্নিমার সাথে

সেরা টিভি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০১৯

বিনোদন ডেস্ক ঃ জনপ্রিয় অভিনেতা ও গায়ক তাহসান জুটি বেঁধেছেন অভিনেত্রী পূর্ণিমার সঙ্গে। সাগর জাহান পরিচালিত ‘ভালোবাসাবাসি’ নাটকে দেখা যাবে তাদের। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাজধানীর উত্তরায় নাটকটির শুটিং হয়েছে। বিরতি দিয়ে আগামী সপ্তাহে শেষ হবে এর শুটিং। আর এটি প্রচার হবে আসছে ভালোবাসা দিবসে।

এ প্রসঙ্গে সাগর জাহান  বলেন, নাটকটির মধ্য দিয়ে প্রথমবার তাহসান ও পূর্ণিমা জুটি বাঁধলেন। সম্পর্কের টানাপোড়েন নিয়ে এটি নির্মিত হচ্ছে। ভালোবাসা দিবস উপলক্ষে নাটকটি নির্মাণ করা হচ্ছে।

‘ভালোবাসাবাসি’র গল্পে দেখা যাবে, প্রিয় মানুষের অতিরিক্ত যত্ন কখনো বিরক্তির কারণ হয়ে যায়। ফলে বাইরে গিয়ে অন্য মানুষের যত্ন পাওয়ার আশা তৈরি হয়। তবে তখনই বোঝা যায় কাছের মানুষের যত্ন বা ভালোবাসাটা আসলে কেমন।

তাহসান বলেন, পূর্ণিমার সঙ্গে প্রথম কাজ করতে পেরে আমি আনন্দিত। আমার বিশ্বাস নাটকটি দর্শকনন্দিত হবে।

১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উপলক্ষে অনলাইন গ্লোবাল টিভিতে ‘ভালোবাসাবাসি’ প্রচার হবে। এছাড়াও সম্প্রতি মোশাররফ করিম ও পায়েলকে নিয়ে সাগর জাহান নির্মাণ করেছেন  নাটক ‘আমার কথা একবারও ভাবলে না?’ এটিও ভালোবাসা দিবসে প্রচার হবে।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360