ভারতে সংশোধিত নাগরিক আইন নিয়ে সৃষ্টি হয়েছে টালমাটাল পরিবেশ। দেশজুড়ে চলছে স্থবিরতা। যার আঁচ লেগেছে লেগেছে পাত্রপাত্রী বিজ্ঞাপনেও। ১৯৭১ সালের আগে থেকে ভারতে থাকলে এবং তার উপযুক্ত নথি বা প্রমাণপত্র থাকলে তবেই যোগাযোগ করতে বলে একটি বাংলা দৈনিক সংবাদপত্রের পাত্রপাত্রী বিজ্ঞাপন ছাপা হয়েছে।
বিজ্ঞাপনে লেখা হয়েছে, ঘোষ ২৯ বছর/৫ ফুট ৯ ইঞ্চি উচ্চতার হাইস্কুল শিক্ষক পাত্রের জন্য উচ্চমাধ্যমিক পাস, উচ্চতায় ৫ ফুট ১ ইঞ্চির বেশি, ১৯৭১ সালের আগে থেকে ভারতে থাকার উপযুক্ত প্রমাণ-সহ ঘোষ পাত্রী চাই। যোগাযোগ সোম থেকে শুক্র।
বিজ্ঞাপনটি নজর কেড়েছে হাজারো মানুষের। এনআরসি বিরোধীদের কাছে এটি বেশ গুরুত্ব পাচ্ছে। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে এরিমধ্যে ভাইরাল হয়েছে।