অনলাইন ডেস্ক:
চলছে বলয়গ্রাস সূর্যগ্রহণ। যা বাংলাদেশ থেকেও আংশিক দেখা যাচ্ছে। বিজ্ঞানীরা এটিকে বলছে ‘রিং অব ফায়ার’।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ৯টা ৪ মিনিটে ঢাকা থেকে সূর্যগ্রহণ দেখা গেছে। এটি শেষ হবে দুপুর ১২টা ৬ মিনিটে।
আংশিক সূর্যগ্রহণ দেখতে রাজধানীর বিজ্ঞান জাদুঘরে ভিড় জমাচ্ছেন বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ নানা বয়সী মানুষ।
সূর্যগ্রহণ প্রসঙ্গে বাংলাদেশ বিজ্ঞান জাদুঘরের মহাপরিচালক মুনীর চৌধুরী বলেন, সূর্য পৃথিবীর সব শক্তির আঁধার। সূর্যগ্রহণের সময় সূর্য ও পৃথিবীর মাঝামাঝি চলে আসে চাঁদ। যে কারণে সূর্য ঢেকে যায়। এটি একটি বিরল ঘটনা।
সূর্যগ্রহণের সময় বিভিন্ন কুসংস্কার সম্বন্ধে তিনি বলেন, সূর্যগ্রহণের সময় কিছু খাওয়া যাবেনাসহ আরও অনেক কুসংস্কার আমাদের সমাজে প্রচলিত রয়েছে। এসব কুসংস্কারের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। তবে সূর্যগ্রহণের সময় খালি চোখে সূর্য দেখা যাবে না, এটাই সবচেয়ে বড় কথা।
বিজ্ঞান জাদুঘর বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্য সূর্যগ্রহণ পর্যবেক্ষণ ক্যাম্পের আয়োজন করেছে। টেলিস্কোপের মাধ্যমে শিক্ষার্থীদের সূর্যগ্রহণ পর্যবেক্ষণ করতে দেখা যায়।
মিশন ইন্টারন্যাশনাল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্রী চাঁদনী বলেন, সূর্যের চারদিকে আটটি গ্রহ রয়েছে। এরমধ্যে একটি গ্রহ হচ্ছে আমাদের পৃথিবী। পৃথিবীর উপগ্রহ হচ্ছে চাঁদ। সূর্যগ্রহণ একটা প্রাকৃতিক ঘটনা। সূর্যগ্রহণ দেখার মাধ্যমে আমরা সূর্য সম্পর্কে অনেক কিছুই জানতে পেরেছি।
সেরা নিউজ/আকিব