থার্টিফার্স্টে ঢাবি হাতিরঝিলে প্রবেশে নিষেধাজ্ঞা - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
থার্টিফার্স্টে ঢাবি হাতিরঝিলে প্রবেশে নিষেধাজ্ঞা - Shera TV
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৯:৫০ পূর্বাহ্ন

থার্টিফার্স্টে ঢাবি হাতিরঝিলে প্রবেশে নিষেধাজ্ঞা

সেরা টিভি
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০১৯

সেরা নিউজ ডেস্ক:

থার্টিফার্স্টে ঢাবি ক্যাম্পাস ও হাতিরঝিলে প্রবেশে যে নির্দেশনা দিল ডিএমপি

থার্টিফার্স্ট নাইটে ঢাকা মহানগরীতে নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে বেশকিছু নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজধানীর অন্যতম বিনোদনকেন্দ্র হাতিরঝিল এলাকারও কিছু নির্দেশনা রয়েছে।

তা হলো:
১. ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সন্ধ্যা ৬টার পরে বহিরাগত কোন ব্যক্তি বা যানবাহন প্রবেশ করতে দেয়া হবে না।

২. ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকায় বসবাসরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের গাড়ি নির্ধারিত সময়ের পর পরিচয় প্রদান সাপেক্ষে নীলক্ষেত এবং শাহবাগ ক্রসিং দিয়ে প্রবেশ করতে পারবে।

৩. রাত ৮টার পর হাতিরঝিল এলাকায় কাউকে অবস্থান করতে দেয়া হবে না।

৪. সার্বিক নিরাপত্তার স্বার্থে ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকায় যে সকল নাগরিক বসবাস করেন না তাদেরকে ওই এলাকায় গমনের ক্ষেত্রে নিরুৎসাহিত করা হয়েছে।

ঢাকা মহানগরীতে নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে সোমবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে নগরবাসীকে এসব নিদের্শনা মেনে চলার আহ্বান জানান ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

সেরা নিউজ/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360