তাহমিম আল আশিক:
বিশ্বজুড়ে তথ্য আদান-প্রদানের অপরিবর্তনীয় ও নিরাপদ মাধ্যম ব্লক চেইন প্রযুক্তি। সেই প্রজুক্তিকে কাজে লাগিয়ে তৈরী বিশ্বের প্রথম ব্লক চেইন স্মার্টফোন আসছে বাংলাদেশে ।যা দেশের স্মার্ট ফোন জগতে নতুন মাত্রা যোগ করবে । ফিনিই নামে পরিচিত সুইস স্মার্টফোন নির্মাতা কোম্পানী সিরিন ল্যাবস এর নির্মিত এ প্রজুক্তি যা মুঠোফোনে তথ্য নিরাপত্তার ক্ষেত্রে সব থেকে আধুনিক প্রজুক্তি বলে ধরা হচ্ছে । তবে এ প্রজুক্তি কতটা এ দেশের সাধারণ মানুষের মাঝে সারা ফেলবে তা সময়ই বলে দেবে কারন , নিরাপত্তার পাশাপাশি এই প্রযুক্তি সম্বলিত মুঠোফোনের মূল্যও চড়া হবে বলে জানা গেছে । বিটিআরসি থেকে জানানো হয়েছে ২৭ আগস্ট থেকে এই ফোন আমদানি করা হবে তবে আমদানি কারক প্রতিষ্ঠান ইন্ডেক্স জানিয়েছে , অক্টবরের কোন এক সময়ে এই ফোন বাজারে উন্মুক্ত করা হবে ক্রেতাদের উদ্দেশ্যে । ব্লক চেইনের সুবিধাসমুহ ঃ ব্লকচেইন এমন একটি টেকনোলজি যা খুবই নিরাপদ এবং দ্রুতগামী। নিরাপদ এই কারনে যে, আপনি ব্লকচেইন ব্যবহার করে যে ট্রান্জেকশন করবেন তা হ্যাক করে এর মাঝে গড়মিল তৈরি করা অসম্ভব। মনে করেন আপনি ব্লকচেইন ব্যবহার করে কাউকে কোন পেমেন্ট করলেন, তখন সাথে সাথেই আপনার এই তথ্যটি এই সিষ্টেমের সাথে জড়িত সকল কম্পিউটারে পৌছে যায়। আর তথ্যটিকে ভ্যলিডিটি দেওয়ার জন্য আপনার ট্রান্জেকশনের সাথে পুর্বের ট্রান্জেকশনের হ্যাস যোগ হয়ে যাবে। এইভাবে আপনার ট্রান্জেকশনের হ্যাসটি পরবর্তী ট্রান্জেকশনের হ্যাসের পূর্ব হ্যাস হিসেবে লিংক হয়ে যাবে। এই ভাবে চেইন সিষ্টেম চলতেই থাকে। যদি কেউ ব্লকচেইন টেকনোলজিকে হ্যাক করে এর তথ্যের মাঝে কোন গরমিল করতে চাই তবে তা করা অসম্ভব। কারন তা করতে হলে, তাকে একই সময়ে হাজার হাজার কম্পিউটার হ্যাক করতে হবে। কারন আগেই বলেছি প্রতিটি ট্রান্জেকশন তৈরি হওয়া মাত্রই তার তথ্য হাজার হাজার কম্পিউটারে পৌছে যায়। আর ততোধিক ট্রান্জেকশন মিলে একটি ব্লক তৈরি হতে প্রায় সময় লাগে কমবেশি ১০ মিনিট মত। আর তাই একটি ব্লকের সম্পূর্ণ তথ্য পরিবর্তন করতে; হ্যাকারের হাতে ১০ মিনিটের কম সময় থাকবে। আর এই সময়েরে মধ্যে হাজার হাজার কম্পিউটার হ্যাক করা কাল্পনিক।