স্পোর্টস ডেস্ক:
ইংল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটসম্যান জস বাটলারকে জরিমানা করেছে আইসিসি। কেপটাউন টেস্টের পঞ্চম দিনে আচরণবিধির লেভেল-১ ভঙ্গ করায় তাকে ম্যাচ ফি এর ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি তার নামের পাশে একটি ডিমেরিট পয়েন্টও যুক্ত করা হয়েছে। যদিও ২৪ মাস সময়ের মধ্যে এটা ছিল তার প্রথম অযথাযথ আচরণ।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টের শেষ দিনের ঘটনা। সেদিন দ্বিতীয় সেশনে ভারনন ফিলান্ডারকে উদ্দেশ্য করে জস বাটলার শ্রুতিকটু ভাষা ব্যবহার করেন। যেটা অনফিল্ড আম্পায়ারদের কাছে ধরা পড়ে। সে কারণে অনফিল্ড আম্পায়ার কুমার ধর্মসেনা ও পল রাইফেল, তৃতীয় আম্পায়ার ক্রিস গাফানি ও রিজার্ভ আম্পায়ার আলাহুদিয়েন পালেকার তার বিরুদ্ধে জরিমানা ও ডিমেরিট পয়েন্ট দেওয়ার সিদ্ধান্ত নেন।
বাটলার তার দোষ স্বীকার করে শাস্তি মেনে নেওয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
এই ধরনের অপরাধের সর্বোচ্চ শাস্তি ভৎসনার পাশাপাশি ম্যাচ ফি এর ৫০ শতাংশ জরিমানা করা। পাশাপাশি দুটি অথবা একটি ডিমেরিট পয়েন্ট।